আকাশে ঘুড়ী ওড়ে,
এদিক ওদিক দোলে,
বিটলু ভেবে মরে,
তার ঘুড়ী যদি যায় কেটে চলে!
লাল, নীল হলুদ, সবুজ,
বাহারি রঙের ঘুড়ী,
ওড়ায় যারা সবাই শিশু অবুঝ,
মনে আনন্দ নিয়ে ভারী।
কেউ যায় হেরে, কেউ জয়ী হয়,
ওড়াতে ওড়াতে ঘুড়ী সন্ধ্যা হয় হয়।