ভরদুপুরে কুয়াশার মত হারিয়ে যেও না,
তোমায় ছাড়া আমি বাঁচব না,
আজও যত কবিতা আছে অলেখা কিবোর্ডের মাঝে,
একে একে যাব সব লিখে সকাল কিংবা সাঁঝে।
কবিতা মানেই তুমি,
তুমি মানেই কবিতা, হীরার চেয়েও দামী,
আমার স্বপ্নেরা বেড়ায় ঘুরে,
মৌমাছির মত তোমায় ঘিরে।
আমার লেখা গানের সুর তুমি,
আমার জীবন তুমি,
দেবদাসের মত আমৃত্যু ভালোবেসে যাব তোমায়,
শুধু একটু আদর সোহাগে নিও তোমার উষ্ণ বুকে টেনে আমায়।
তীর্থযাত্রী যেমন ঈশ্বরের সান্নিধ্য পেতে দেয় পারি কণ্টকাকীর্ণ পথ,
আজ আমি তোমার হাতে হাত রেখে করলাম শপথ,
আমার সকল পথের গন্তব্য একটাই, তুমি,
কারণ তোমাকে পাগলের মত ভালোবাসি আমি।
আমি ডিডেলাসের মত পাপী নই,
আমি তোমার বিশ্বাসের মর্যাদা রাখব নিশ্চয়ই,
যতদিন এ মানব খাঁচায় রবে প্রাণ,
ততদিন যাব গেয়ে আমি ভালোবাসার গান।