নদী ও তোমার মাঝে,
পাই না কোনও পার্থক্য খুঁজে,
নদী যেমন বাঁকে বাঁকে পূর্ণ,
তোমার হরিণীর মত শরীরও নয় ভিন্ন।
নদীতে যেমন চর জেগে উঠে,
তোমার সিল্কের মত নরম কোমল পেটে,
তুষার শুভ্র উরুতে, স্তনের মাঝখানে,
আছে গোপন চর, যেথায় কল্পনায় করি বিচরণ ক্ষণে ক্ষণে।
তুমি নদী হলে আমি সাগর হতে পারি অন্তত,
নদী যেমন সাগরে গিয়ে মধুর সঙ্গমে হয় লিপ্ত,
তেমনি করে তীব্র কামনা আমার মনে,
তোমার প্রতিটি কোণা আবিস্কার করব কোন ক্ষণে?
ভয় পেয়ো না কখনই,
আমি সেই ভ্রমরের মত নই,
যে ফুলের মধু খেয়ে পালাবে চট করে,
ভালোবেসেছিলাম, ভালোবাসি, ভালোবাসব প্রাণ ভরে।
তোমার হৃদয়ের জলে ডুবে মরলেও পাবো শান্তি,
পাশে আসো যবে, চোরের মত পালায় সকল ক্লান্তি,
আমি সান্স এন্ড লাভারস উপন্যাসের পলের মত বোকা নই,
যে আসল প্রেম চেনেনি, আমি চিনেছি তোমায়, সম্পূর্ণই!