‘পড়ো তোমার প্রভুর নামে’,
আছে লেখা কোরান শরীফের পাক কালামে,
জ্ঞান মানেই বই, বই মানেই জ্ঞান,
জ্ঞানেই সমৃদ্ধ হয় জীবন মান।
একটি বইয়ের আছে জাদুর মত ক্ষমতা,
একটি বই নিয়ে আসে জ্ঞানের অফুরন্ত বারতা,
যে জ্ঞানের সাগরে ডুব দেয় পাঠকের মন,
নিজের অজান্তেই সভ্যতার চাকা ঘুরে তখন।
মন যদি হয় সূর্যের আলোর মত আলোকিত,
সভ্যতার চাকা ট্রেনের মত যায় সামনে অবিরত,
জ্ঞানই পারে করতে সব জয়, জ্ঞানেই কাটে কাজল কালো আঁধার,
জ্ঞানের পায়ে শিকল পরাবে সাধ্য কার?
জোনাকি যদি না ছড়ায় আলো,
উজ্জ্বল মার্বেলের মত চাঁদ যদি রয় কালো,
তবে কি সৌন্দর্য বলে কিছু থাকে বাকী?
তেমনি জ্ঞানীর সৌন্দর্য তার জ্ঞান ছড়ানোয় নয় কি?
বই কিনে কেউ দেউলিয়া হয় না,
বই না পড়লে কেউ সত্যিকারের মানুষ হয় না,
বই সেই কুয়োর মত যেখানে মিষ্টি জলের ঠাঁই হয় নিশ্চিন্তে,
বইয়ের অন্তরে, প্রতিটি অক্ষরে অক্ষরে জ্ঞানের বীজ ঘুমায় শান্তিতে!