কি আমার পরিচয়, আসলে কে আমি?
জানে তা অন্তর্যামী,
আমি নই কোনও নবী,
আমি লেখক, আমি কবি।
‘আমি মানুষ’ বলাটা অহংকারের পর্যায়ে পড়ে না কি?
কারণ মানুষ হতে হলে মনুষ্যত্ব লাগে, আমার আছে কি?
মানুষ হতে হলে অন্যায় দেখলেই,
গায়ে ফোস্কা পড়ার মত যন্ত্রণা হবেই!
আমি জানি না কি আমার আসল পরিচয়,
যখন সমাজে অন্যায়ের সাথে সমঝোতা করতে হয়,
তখন নিজেকে মানুষ বলতে লজ্জা হয়,
তখন নিজেকে পশুর মত পাশবিক মনে হয়।
শেখায় যারা সদা সত্য কথার বুলি,
বেয়াদপ বলে তারাই যখন সত্য কথা বলি!
রংধনুর মত একই অঙ্গে অনেক রূপ সবার,
আসল মানুষ চেনা বড় ভার।
তাইতো বারবার বলি, আমি কে, কি আমার পরিচয়?
মানুষ হতে হলে জেসব গুণ থাকা আবশ্যক নিশ্চয়,
সেসব গুণ কি আমার আছে?
প্রশ্ন রইলো আপনাদের, তোমাদের, তোদের আছে!