মুক্তিযুদ্ধ

মুক্তিযুদ্ধ মানে মুক্তির জন্য যে যুদ্ধ,


যার গণ্ডি রয় না একটি নির্দিষ্ট স্থানে আবদ্ধ,


বাতাসের মতো যে যায় ছুটে,


সূর্যের আলোর মত ছড়ায় চারিদিকে, ফুল হয়ে ফোটে।



আমি মুক্তিযুদ্ধ দেখিনি,


তবে তখন কি ঘটেছিল আমি জানি,


ত্রিশ লক্ষ শহীদের তাজা রক্তে এ মাটি করেছিল স্নান,


যায়নি বৃথা সে রক্ত, বিনিময়ে স্বাধীন হলো দেশ, সম্মান হয়নি ম্লান।



কত মায়ের বুক হল খালি,


কত অভাগিনী হল পাকিস্তানী হায়েনাদের হাতে বলি,


রক্ত, কান্না যেন পরিণত হলো বৃষ্টিতে,


ঝরে পড়লো অবিরত বাংলার মাটিতে।



অন্যায় করেছে যারা,


শাস্তি পেয়েছে তারা,


শুভ্র পায়রার মত উড়ল লালসবুজ-পতাকা বারবার,


দেখল তাকিয়ে বিশ্ব, মাথা হল নত সম্মানে, বিনয়ে সবার।



বাংলাদেশ নামক দেশের জন্ম হল সেই শিশুর মত,


যাকে দিতে হবে পাড়ি সুদীর্ঘপথ মসলার মত পিষে বাধা যত,


স্বর্গীয় পুলকের মত খুশীর ভেলায় ভাসলো সকলে,

 

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসিবলে!

View kingofwords's Full Portfolio