বর্ষা এলেই বেজায় খুশী ব্যাঙ!
লাফ দিয়ে উঠে তার ঠ্যাং,
ডাকে সে রাতে ইচ্ছে মতন,
যখন চায় মন তখন।
একটু পর পর ডেকে যায়,
আকাশের বৃষ্টি আরও বেশী করে চায়,
সাপ দেখলে পালায় বলে ‘বাপরে বাপ’!
সাপ যে তার জন্য মস্ত অভিশাপ!
নদী পুকুর ডোবা নালায়,
মনের আনন্দে ব্যাঙ সাঁতরে বেড়ায়।