সে আমার কৃষ্ণচূড়া,
সে আমার পাখী বাঁধনহারা,
সে আমার রবীন্দ্র সঙ্গীতের মূর্ছনা,
সে আমার পূর্ণিমার ভরা জোছনা।
সে আমার বর্ষা বিধৌত রাত,
সে আমার সদা সতেজ রাঙা প্রভাত,
সে আমার রংধনুর মায়াবী খেলা,
সে আমার পদ্মফুলের রঙিন মেলা।
সে আমার পূর্ণিমার চাঁদ,
সে আমার অপূর্ণ সাধ,
সে আমার জোনাকির আলোর মায়া,
সে আমার অন্ধকারে আলোর ছায়া।
সে আমার সত্য,
সে আমার চিত্ত,
সে আমার অহংকার,
সে আমার পুরস্কার।
সে আমার আবেগের ঢেউ,
সে আমার একান্ত নিজের কেউ,
সে আমার নদীর মাতাল হাওয়া,
সে আমার কাশফুলের নরম ছোঁয়া।