তার কান্না বরফকুচির মত ঝরে,
তার কান্না আমায় পাগল করে,
তার কান্না দেখলে হৃদয়ে বর্শা হয় বিদ্ধ,
তার কান্না করে আমায় দুঃখী এবং ক্রুদ্ধ।
দুঃখী হই কারণ তার চোখে জল সইতে পারি না,
ক্রুদ্ধ হই কারণ সে তার কান্না থামায় না,
যত তার চোখের ঝরনা যায় বয়ে,
তত আমি যুদ্ধাহত সৈনিকের মত রই চেয়ে।
আমি তো তাকে কাঁদাতে চাইনি,
আমার তো মন আছে, আমি তো নই মুসোলিনী,
আমি তো নই হিটলার কিংবা বুশ,
আমি তো নই আবেগহীন পশু, হুঁশহীন মানুষ!
সে কি বোঝে না আমিও কাঁদতে পারি?
সে কি বোঝে না আমারও হৃদয় হয় দুঃখে ভারী?
সে কি বোঝে না তার কান্না আমার কাছে শত বোমার আঘাত?
সে কি বোঝে না তার চোখের জলে যায় ডুবে আমার দিনরাত?
পৃথিবী সূর্য হতে মুখ ফিরিয়ে নেয় সাময়িকভাবে,
কিন্তু আবারো আসে ফিরে একপলক দেখবে ভেবে,
আমিও কি পৃথিবীর মত আসি না ফিরে তোমার কাছে?
তুমি ছাড়া বল আমার আর কে আছে?