মেঘের আড়ালে গেলে চাঁদ ঢেকে,
খোকার মন যায় বেঁকে,
রাগ হয় তখন,
দুষ্টু মেঘের উপর ভীষণ।
খোকা মনে মনে ভাবে,
কখন যে হতচ্ছাড়া মেঘ পালাবে?
এত সুন্দর চাঁদ ঢেকে গেলে,
খোকার রাত্রি যায় বিফলে।
খোকা বলে, “ও মেঘের দল! একটু দয়া করো!
আমায় চাঁদ দেখতে দাও, অন্য দিকে সরো!”