ধন্য হবে জীবন যদি মানুষের শর্তহীন ভালোবাসায় হই সিক্ত,
যদি অন্তর ডানা মেলে বেড়ায় উড়ে যেন এক বিহঙ্গ মুক্ত,
যদি মানুষের চিন্তা চেতনায় হয় ঠাই,
ভাবব আমি তবে, বিধাতার মত সৎকর্মের মরণ নাই।
কেউ যদি রাস্তায় আমাকে চিনে ফেলে,
হঠাৎ পরম আদর ও সম্মানে রাখে বুকে আগলে,
বুঝবো তখন আমি সত্যের মৃত্যু নেই,
সত্য চিরঞ্জীব সব কালেই!
নিজেকে মনে হবে মহাত্মা গান্ধীর মত ধন্য,
যদি করতে পারি কিছু অন্যের জন্য,
যদি সমাজ পরিবর্তনে থাকে মোর কিঞ্চিৎ অবদান,
তবে ভাবব আমি, নাম আমার হবে না কভু অম্লান।
সাধুদের মত না হোক, যদি কাছাকাছিও হয়,
পথহারাদের আলোর দিশা দেখাবো নিশ্চয়,
ফুলের মত ক্ষণস্থায়ী এ মানব জীবনে,
যাবো গেয়ে মানবতার গান জনে জনে।
ধন্য হবে জীবন যদি কেউ আমার মৃত্যুর পরে বলে,
ইস! এতো ভালো লোকটি অকালে গেল চলে,
যদি আমার শব্দের মালা কেউ ভালোবেসে অন্তরে পরে,
তবে বলব আমি অপার হতে- ‘স্বপ্ন দেখো দু চোখ ভরে!’