যতদিন বেঁচে থাকবো, তোমায় ভালোবেসে যাব

যতদিন বেঁচে থাকবো, তোমায় ভালোবেসে যাব,


তোমার, শুধুই তোমার রব,


তুমিও কি রবে মোর?


আসবে কি হয়ে নতুন ভোর?


 

মৃত্যুর মত নীরব এবং পাষাণ থেকো না,


কিছু বল, বল যে আমায় ছাড়া থাকতে পারবে না,


ডুবন্ত মানুষ যেমন খড়কুটো আঁকড়ে বাঁচতে চায়,


আমিও বাঁচতে চাই তোমার স্বর্গীয় ভালোবাসায়।


 

ব্যভিচারী নারীর মত যেও না ছেড়ে আমায়,


ভুল ভ্রান্তি যত দিও ঢেকে ক্ষমায়,


তুমি ছাড়া আমার অস্তিত্ব কি বল?


এলে যেদিন জীবনে, জীবন অগ্নিগিরির মত জেগে উঠল।


 

আমি মীরজাফরের মত ধোঁকাবাজ নই,


আমি ওথেলোর মত বোকা নই,


কিংবা হ্যামলেটের মত সিদ্ধ্যান্তহীনতায় ভোগা কোনও জন,


কিংবা ম্যাকবেথের মত এক লোভী অবিচক্ষণ।


 

তুমি যা চাইবে যখন,


আমি আলাদীনের দৈত্যের মত করব হাজীর তখন,


আমার ভালোবাসার রাজ্যে দুঃখের নেই স্থান কোনও সময়,


আমার ভালোবাসার রাজ্যে পৃথিবী সদা পদ্যময়!

 

View kingofwords's Full Portfolio