আমাদের ছোট নদী,
হত বড় যদি,
অনেক পানি বইত,
কি যে মজা হত!
ব্যাঙের মত লাফ দিতাম,
মাছের মত সাঁতরে যেতাম,
করতাম গোসল মোরা অনেকক্ষণ ধরে,
মা এসে নিতেন মোদের কানে ধরে ঘরে!
শীতল নদীর পানিতে জুড়িয়ে যেত প্রাণ,
গাইতাম সকলে মিলে বাঁধনহারার গান!