আমি উড়ে যেতে চাই পাখীর মত,
পেরিয়ে মাইল শত শত,
আনতে চাই আকাশের সর্বশেষ তারাকে,
চমকে দিতে তোমাকে!
আমি মাছের মত সাঁতরে বেড়াতে চাই,
পসিডনের সমুদ্র নামক রাজ্যে হারাতে চাই,
যতক্ষণ না তুমি ডাক স্নেহভরে,
যতক্ষণ না তোমার কাঁদে মন আমার তরে।
ভবিষ্যৎ নিয়ে ভাবি না আমি,
বর্তমান আমার কাছে হীরার চেয়ে দামী,
তোমায় নিয়ে বর্তমান সাজাতে পারলে,
ভবিষ্যৎ নামক মুক্তা কি থাকবে মোদের আড়ালে?
আমি এপোলো নই,
গ্রীক দেবী হেরাকে পাশে পাব নিশ্চয়ই,
যখন আসবে সেই মাহেন্দ্রক্ষণ,
ফুলের মত করতে সুবাসিত মোদের জীবন।
হ্যাঁ আমি তোমার সাথে বিবাহের পবিত্র বন্ধনে আবদ্ধ হব,
হ্যাঁ আমি কলকিয়ান ড্রাগনের মত চিরদিন তোমার পাশে রব,
হ্যাঁ আমি তোমায় বাসব ভালো সারা জীবন ধরে,
হ্যাঁ আমি হব সূর্য, তুমি সূর্যমুখী, দেখব তোমায় প্রাণভরে, চিরতরে!