তারায় তারায় দেব ছড়িয়ে,
নামটি তোমার যতন করে,
ভালোবাসি তোমায় কি যে!
থাকবে তা গাঁথা চাঁদের অন্তরে।
রাত্রি কিংবা দিন,
রবে তুমি অমলিন,
আকাশের ঐ চাঁদেরই মত,
হয় সুন্দর আরও যায় দিন যত!
যেও না কভু আমায় ফেলে অন্ধকারে,
ভালোবাসি তোমায় কি যে!
থাকবে তা গাঁথা চাঁদের অন্তরে।
প্রকৃতি সবুজ জানি,
তার চেয়েও সবুজ তোমার অন্তর খানি,
বিধাতাকে হাজারো শুকরিয়া,
এলে মোর জীবনে আলো হয়ে ওগো প্রিয়া,
চাই দেখতে তোমার ঐ সুন্দর মুখ প্রতিটি ভরে,
ভালোবাসি তোমায় কি যে!
থাকবে তা গাঁথা চাঁদের অন্তরে।