অনেক সাধ ছিল মনে,
তোমায় নিয়ে বৃষ্টিতে কোনও ক্ষণে,
ঘুরে বেড়াবো দূর থেকে দূরান্তে,
থাকবে পড়ে ছোঁয়া মোদের পথে প্রান্তে।
হয়তো খাবো চুমু তোমার রক্তজবা ঠোঁটে সাহস করে,
তুমি কি যাবে গুটিয়ে লজ্জা করে?
লাজুক লতার মত নিমিষে,
হাতে হাত ধরে বসব রিক্সায় তোমার পাশে।
গন্তব্য অজানা, জীবন যেন যায় থমকে,
পঙ্খীরাজের মত করে যাবে রিক্সা এদিকে ওদিকে,
বৃষ্টির বিন্দু বিন্দু ফোঁটা খাবে তোমার গালে চুমু যখন,
এক স্বর্গীয় নান্দনিক সৌন্দর্যের সৃষ্টি হবে তখন।
পাহাড় দেখব, দেখব সতেজ গাছের নাচন,
সূর্য মেঘের আড়ালে হাঁসফাঁস তখন!
আকাশে পাখীরা উড়বে না ঘুড়ির মতন,
কয়লার মত কালো মেঘ করবে রাজার মত বিচরণ!
মুহুর্মুহু গর্জনে আকাশ যখন হবে ভারী একটু পরপর,
তুমি শিশুর মত ভয়ে হবে জড়সড় আমার বুকের ভিতর!
আমি ভালোবাসার মখমলের মত চাঁদরে দেব তোমায় জড়িয়ে,
বলব আমি অশ্রুসিক্ত নয়নে, “চিরদিন থেকো শুধু আমার হয়ে!”