ঢোলের মত উঠে বেজে,
সকাল দুপুর সাঝে,
আনন্দ মনে,
ক্ষণে ক্ষণে।
তাকে চুম্বনে পাই আনন্দ,
তাকে আলিঙ্গনে পাই আনন্দ,
আনন্দ আছে তার ছোঁয়ায়,
আনন্দ আছে তার ভালোবাসায়।
ট্যাবলেট যেমন মুহূর্তে গ্লাসের পানিতে অদৃশ্য হয়,
মন আমার তার সংস্পর্শে তারই অংশে পরিণত হয়,
আমার অস্তিত্ব নয় কিছুই সে ছাড়া,
তাকে ছাড়া আমি পাগলের মত দিশেহারা।
সে আমায় করুণা করে না,
সে আমায় অবজ্ঞাও করে না,
শুধু ভালোই বেসে যায় সে অবিরত,
যে ভালোবাসা খাঁটি মধুর মত।
যদি কভু যেতে হয় পরপারে,
তার আগে, তাকে ছেড়ে,
ভাবি আমি থাকব কি করে একলা আমি সেথায়,
আমার প্রাণ ভোমরা নেই যেথায়!