ফর্সা মানেই সুন্দর নয়

ফর্সা মানেই সুন্দর নয়,


সুন্দর যার হৃদয়,


আচার ব্যবহারে করে মুগ্ধ যে,


সেই করে বাস সৌন্দর্যে।


 

কালো সাদার পার্থক্যে না মেতে,


পৌঁছতে হবে ঐকমত্যে,


মানবতার তরে,


জীবনের তরে।


 

সবাই সমান এ পৃথিবীতে,


গায়ের রং নিয়ে বিচারে যারা মাতে,


তারা কি সৃষ্টিকর্তা বিরোধী নয়?


কারণ ঈশ্বরের এ ধরায় বৈচিত্র্য সদা রয়।


 

হে আল্লাহ্‌! তুমি মোদের সেই তওফিক দাও,


যাতে মানুষের মনের কোথাও,


না পায় ঠাই সাদা কালোর দেয়াল,


ছিন্ন ভিন্ন করে দাও এ নিকৃষ্ট চিন্তার জাল।


  

 ফুলের মতই ক্ষণস্থায়ী এ মানব জীবনে,


সাদা কালোর বৈষম্য কবে হবে শেষ, কে জানে?


রংকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে যারা,


তাদের প্রতি আমার কিছুই নেই দেবার ধিক্কার ছাড়া।

View kingofwords's Full Portfolio