সকাল বেলার পাখী,
উঠছে কেবল ডাকি,
খোকার চোখে ঘুম লেগে আছে,
মা এসে বসে তার কাছে।
বুলিয়ে হাত খোকার মাথায়, মা বলেন, “খোকা উঠ”,
ওমনি খোকা বিড়ালের মত তিরিং বিরিং দেয় ছুট!
হাত মুখ ধুয়ে খোকা নাস্তা খেতে যায়,
টেবিলে তার প্রিয় খাবার দেখতে না পায়।
খোকা বলে অভিমানে, “মা, আমার প্রিয় জেলি কই?”
মা বলেন, “শেষ হয়ে গেছে লক্ষ্মী, আবার কিনব নিশ্চয়ই”।