বৃষ্টি ভেজা রাতে,
যাই হেঁটে হেঁটে,
তোমার ঘরের পাণে,
হৃদয়েরই টানে।
ভাবছি আমি করছ কি বসে তুমি এখন?
বাদ দিয়ে পড়া হয়তো দেখছ টেলিভিশন,
বারান্দার কাছে গিয়ে দেব চমকে তোমায়,
নাম ধরে ডাকলে চিনতে পারবে কি আমায়?
করব তোমায় মাতোয়ারা নজরুলের গানে,
যাই হেঁটে হেঁটে,
তোমার ঘরের পাণে,
হৃদয়েরই টানে।
মনে শুধু একটি ভয় তোমার বাবা যদি দেখেন!
আমার বাবাকে যদি নালিশ করেন!
তারপরও বুকে সাহস নিয়ে,
তোমায় দেখব বলে যাচ্ছি এগিয়ে,
নিও না মুখ ফিরিয়ে তুমি অভিমানে,
যাই হেঁটে হেঁটে,
তোমার ঘরের পাণে,
হৃদয়েরই টানে।