দিও ফুল মোর সমাধিতে

যখন আমার খাঁচা থেকে প্রাণ পাখী বের হয়ে যাবে,


তখন গোসল করিয়ে আমায় কাফনে জড়াবে,


স্থায়ী ঠিকানা হবে মাটির ঘর,


যাবে না সাথে কেউ আপন বা পর।


 

মৃত্যু আমার মাটির শরীর করবে ক্ষয়,


সকলের হৃদয়ে করব আমি বাস তখনও নিশ্চয়,


আমার কাজের মূল্যায়ন হবে যত,


মশাল হয়ে জ্বলব আমি তত।


 

দিও ফুল মোর সমাধিতে,


যদি করো তা, পারব ঘুমাতে আমি শান্তিতে,


নিন্দুকেরা হবে বিলীন তাসের ঘরের মত,


এটাই অদৃষ্টের লিখন, এটাই শাশ্বত।


 

মানুষ হয়ে জন্মেছি বলে ধন্য ভাবি নিজেকে,


অশেষ শুকরিয়া করি জ্ঞাপন সৃষ্টিকর্তাকে,


সুজলা সুফলা শস্য শ্যামলা পৃথিবী ছেড়ে,


যেতে হবে একদিন অনেক অনেক দূরে।


 

দূরে গিয়েও চাই থাকতে সবার মনে,


চাই ছড়াতে আলো আমার অবর্তমানে,


বিশ্ব আমায় রাখলে স্মৃতিতে অম্লান,


ভাবব আমি দিয়েছেন বিধাতা আমায় নতুন জীবন দান!

View kingofwords's Full Portfolio