জোনাকির আলোয় দেখছি তোমায়,
দেখছ কি তুমিও ভালোবাসায়?
তোমার মনের গহীন কোণে,
গড়েছি বসত আমি গোপনে।
গোধূলি লগ্নে ফেরে পাখী নীড়ে যেমন,
তোমাতে যায় যে ফিরে ফিরে আমার এ মন,
সাধনা মনে আমার করব বিয়ে তোমায়,
বুঝো না কেন তুমি এই মন তোমাকেই চায়,
তাই বলে যাই আজ এই আমি জনে জনে,
সবখানে দেখি তোমায়, চোখ মেলে কিংবা স্বপনে,
তোমার মনের গহীন কোণে,
গড়েছি বসত আমি গোপনে।
বৃষ্টি আসে ফিরে এই দুনিয়ায় বারেবারে,
জানো কি তুমি কেন হয় এমন, বৃষ্টি কেন এমন করে?
পড়েছে বৃষ্টি পৃথিবীর প্রেমে,
তাদের প্রেম কভু নাহি কমে,
পেতে চাই তোমায় ছায়ার মত সবসময় সবখানে,
তোমার মনের গহীন কোণে,
গড়েছি বসত আমি গোপনে।