ঋণ

করছে শোধ সে পাহাড়সম ঋণ,


প্রায় প্রতিদিন,


আশা আগলে রেখেছে তাকে,


মা যেমন রাখে শিশুকে বুকে।


 

হার কি সে জানে না,


হার সে কভু মানে না,


সে পড়বে বাচ্চার মত হুমড়ি খেয়ে,


কিন্তু উঠবে নিজে প্রাণে সাহস নিয়ে।


 

সে জানে না সে অজান্তেই করছে কত জনকে অনুপ্রাণিত,


প্রবাদের মত তার চিন্তাধারা যেন চিরন্তন, শাশ্বত!


কিন্তু হায়! পায়নি সে আজও তার মেধার যোগ্য মূল্য,


কজন আছে তার সমতুল্য।


 

লোকে বলে, রতনে রতন চেনে,


চিনেছি আমি তাকে প্রথম দর্শনে,


আমার সাধ্যে কুলায় যতটুকু,


 করব চেষ্টা দিতে তার প্রাপ্য সম্মানটুকু।


 

সম্মান দিলে সম্মান বাড়ে,


কেন যে মানুষ এ সরল সত্য বুঝে নারে?


একটু সহযোগিতা পেলে,


উঠবে সে নিশ্চয়ই মশালের মত জ্বলে!   

 

View kingofwords's Full Portfolio
tags: