এমন মানব জনম আর তো হবে না,
যা কিছু আছে করার এখনই করে নাও না,
এমন মানব জনম আর তো হবে না,
সাঙ্গ হবে আনাগোনা, হিসেব কারো মিলবে না,
এমন মানব জনম আর তো হবে না।
বিলায়েছে যে নিজেরে,
মানবেরই তরে,
স্বর্গের দরজা হবে সে পার,
আটকায় তারে সাধ্য আছে কার?
ত্যাগেই মিলে সুখ, ভোগেতে সুখ মিলে না,
এমন মানব জনম আর তো হবে না।
অন্যের কষ্টে কাঁদে যে জন,
তারেই বলে আসল স্বজন,
রূপের মায়ার ফাঁদে পড়ে,
যেও না অকালে মরে,
ওপারেতে সবই সমান, ধনী গরীব কিছু না,
এমন মানব জনম আর তো হবে না।