যেদিকে তাকাই যখন,
প্রযুক্তির ছোঁয়া পাই সর্বক্ষণ,
কেউ ব্যস্ত ল্যাপটপ হাতে,
কেউ বা মোবাইলে কথায় মাতে।
তরুণেরা ইয়ারফোন দিয়ে কানে,
দিনরাত গান শোনে,
কেউ কেউ নিজ মোবাইলে,
আনন্দে সেলফি তুলে।
ফেইসবুক আসার পরে,
বোমার মত হল বিস্ফোরণ ঘরে ঘরে,
নেশাগ্রস্তের মত,
দিনরাত ফেইসবুকে মাতে ওরা অবিরত।
প্রযুক্তি আশীর্বাদ এটা মানতেই হবে,
কিন্তু এটা অভিশাপও তবে,
মানুষে মানুষে আগে ছিল যে আত্মার মিলন,
হয়েছে প্রযুক্তির ফলেই অনেকটা স্খলন।
এখনই এমন অবস্থা হলে, ভাবি কি হবে ১০০ বছর পরে,
কেউ কি আসবে এগিয়ে অন্যের তরে?
কেউ কি পাবে ব্যথা অন্যের কষ্টে?
জানি না কি যে আছে আমাদের অদৃষ্টে?