সমুদ্রের স্রোতের মত,
বেলা বয়ে যায় অবিরত,
কে হল জয়ী, কে মানল হার?
হিসেব হবে শেষে সবার।
সাফল্যের পিছে সবাই রেলগাড়ির মত ছোটে,
কিন্তু সে লাড্ডু কজনের ভাগ্যেই বা জোটে?
দিগন্তের মত ধরা দিয়েও দেয় না ধরা!
তবে তারে ধরার তরে সকলেই পাগলপারা।
আমার কাছে সাফল্য মানেই পরিশ্রম,
চলবে না তা যদি হয় খুব কম,
পিঁপড়ার মত খাটতে হবে,
তবেই অসাধ্য সাধন সম্ভব হবে।
যুগে যুগে যারা ধূমকেতুর মত এসে,
তারা হয়ে জ্বলছেন আজও ঐ দূর আকাশে,
সম্মান, ধন সম্পদ যেমন চেয়েছেন,
পরিশ্রমের বলে সবই পেয়েছেন।
শামুকের মত ধীর গতিতে এগুলে চলবে না,
ছোট এ মানব জীবনে অলসতা এক ঘৃণ্য আবর্জনা,
যাকে যে পেরেছে দ্রুত ছুঁড়ে ফেলতে,
সেই পেরেছে জীবনের আসল মানে বুঝতে।