তুমি আমার প্রথম সকাল

তুমি আমার প্রথম সকাল,


লাগলে হাওয়া দোলে যেমন নৌকার পাল,


দোলে আমার মন তেমন,


তোমায় দেখি যখন।

 


তুমি আমার প্রথম ভালোবাসা,


প্রথম প্রেম, প্রথম আশা,


একটি শিশু যেমন মায়ের আঙুল আঁকড়ে ধরে,


আমিও তেমন বাঁচতে চাই তোমার হৃদয় জুড়ে।


 

নিন্দুকেরা যে যা বলুক,


সমাজ যতই বিরুদ্ধে থাকুক,


যদি থাকে মনে বিশ্বাস,


সম্ভব সবই, পারি দিতে এই আশ্বাস।


 

আমার হাতে রাখো হাত,


কথা দিচ্ছি আসবে যে নব প্রভাত,


সে প্রভাতে আমায় পাবে তুমি একটি লাল গোলাপ সাথে,


যে গোলাপ হবে আরও সুন্দর তোমার সিল্কের মত কোমল হাতে।


 

  আমি ইয়াগোর মত ধূর্ত নই,


আমি ডন জুয়ানের মত লম্পট নই,


আমি রোমিওর মত বলতে পারো,


যে শুধুই জুলিয়েটের, নয় অন্য কারো।

View kingofwords's Full Portfolio
tags: