শিশু বলে, “টমেটো, ও টমেটো,
তুমি লাল কেন এত?”
টমেটো বলে, “পাকলে আমি লাল হয়ে যাই”,
শিশু বলে, “তখন বুঝি আমরা তোমায় খাই!”
টমেটো বলে শিশুকে, “শুরুতে আমি থাকি সবুজ,
শিশুর মত বোকা, অবুঝ,
যতই সময় যায় বয়ে,
উঠি আমি পাকা পোক্ত হয়ে!”
শিশু বলে, “টমেটো, ও টমেটো,
আজ যদি নেই পেরে তোমায়, রাগ করবে না তো?”