শোনো বলি আজ একটি কথা,
চাই দিতে তোমায় আমি প্রেমের বারতা,
রাখো তোমার ফাজলামো যত,
ডাকলে পুলিশ বুঝবে মজা কত!
কেন যে তুমি দাও না পাত্তা আমায়?
আর বেশী বললে কথা পাঠাবো থানায়!
পাই না ভয় আমি কোনও,
যতই পুলিশ আনো,
প্রেম করেছি তো ভয় কিসের,
দিতে হলে দেব এই প্রাণ নিজের,
পাগলামি করো না, আর জ্বালা দিও না,
দোহাই লাগে এসব ছেড়ে দাও না!
তুমি হীনা কেমনে বাঁচি বল আমায়!
হও যদি তুমি আমার ঘরণী,
রাখবো যতনে যেন রানী!
দুঃখ কষ্ট যাবে ভুলে,
মোর সঙ্গী হলে,
কি যে বল যা তা,
বুঝি না কিছু ছাতা!
এখনও আছে সময় ভালো হয়ে যাও,
নিজে শান্তি পাও আমকেও শান্তি দাও,
কেন যে বোঝো না মন তোমায় পেতে চায়?