লাফিয়ে লাফিয়ে ক্যাঙ্গারু যায় চলে,
নিয়ে পেটে ছোট্ট থলে,
থলেতে আছে পিচ্চি বাচ্চা গুটিসুটি মেরে,
থাকে বসে সেথায় চুপটি করে।
একটু বড় হবার পরে,
বাচ্চাটি মাকে জিজ্ঞেস করে,
“মা, মা! তোমার ব্যাগটা কে দিয়েছে বল না?
আমায় এমন একটা ব্যাগ তুমি দাও না!”
মা শিশুর এমন কথায় দাঁত কেলিয়ে হাসে,
আদর করে শিশুটিকে ভালোবেসে।