খুব মিস করি তোমায়,
সত্যি বলছি এই অবেলায়,
আত্মার মত হঠাৎ যাও যখন চলে,
আমায় ‘বিদায়’ বলে।
সন্তানহারা মা চায় যেমন পেতে ফিরে,
জড়াতে বুকে বড় সোহাগে, আদরে,
তেমনই চায় মন আমার তোমায়,
দিন রাত চব্বিশ ঘণ্টায়।
আমি জানি যে পরদিন হবে দেখা,
কিন্তু তার আগ পর্যন্ত লাগে জেলে আসামীর মত একা!
মনটা যেন জ্বলেই চলে,
নরকের নিষ্ঠুর অনলে।
মাঝে মাঝে ভয় হয়,
তোমায় হারাবার ভয়,
যদিও আছো তুমি মোর আত্মার সাথে মিশে,
তবুও নাছোড়বান্দা ভয় রোগের মত ফিরে আসে।
শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত মোর সাথে থেকো,
এই মোর একমাত্র ইচ্ছা, জেনে রাখো,
আমি তাদের মত নই যারা কাপড়ের মত প্রেমিকা বদলায়,
আমার মনের মন্দিরে তোমার নান্দনিক স্থাপত্য শোভা পায়!