ঈগলের মুখে মস্ত সাপ,
খোকা বলে ‘বাপরে বাপ!’,
কাক তা দেখে দেয় উড়াল,
কাঁপছে ভয়ে শালিকের পাল।
সাপটা বেশ নাদুসনুদুস,
বাচ্চারা খাবে গাপুসগুপুস’,
সাপটাকে তখনও নড়তে দেখে,
তাকায় ঈগল বাঁকা চোখে।
ঈগল বলে, ‘খাবে তোকে বাচ্চারা,
বহু কষ্টে দিলি শেষে ধরা’।