জান আমার! দুশ্চিন্তা করো না,
আমি ছায়ার মত আছি, জানো না?
যদি আকাশ ভেঙে পড়ে হঠাৎ!
ভেবো না একটুও, ছাড়ব না তোমার হাত।
যদি পায়ের নিচ হতে,
যায় সরে মাটি এই রাতে,
জেনে রেখো তুমি,
তোমার পাশে আছি আমি।
হিমালয় কিংবা এভারেস্ট যদি মুখ থুবড়ে পড়ে,
পৃথিবী যদি উল্টো দিকে ঘুরে,
জানিয়ে রাখছি তোমায়,
ভোরের সতেজ আলোর মত পাবে আমায়।
হঠাৎ যদি ঘোর অমানিশা আসে নেমে,
যদি সমুদ্র যায় থেমে,
যদি সকল গাছ যায় মরে,
যাব না কভু তোমার কাছ থেকে সরে।
তোমার প্রতি আমার ভালোবাসা কমবে না কভু,
তেলহীন প্রদীপের মত হবে না নিভু নিভু,
আমি ছিলাম, আমি আছি, আমি থাকব,
ঝিনুক রাখে মুক্তো যেমন, তেমন করে বুকে আগলে রাখব।