এক নিস্পাপ, নিষ্কলঙ্ক শিশু জন্মেছে,
যার আগমনের তরে দশ মাস দশ দিন মায়ের দিন কেটেছে,
সে শিশু আজ আলোয় এসেছে অবশেষে,
কিন্তু হায়! শিশুটি না কাঁদে, না হাসে!
শিশুটি মায়ের ঔরসেই মারা গেছে,
হুঁশ ফেরার পর তা জানতে পেরে মা মূর্ছা যাচ্ছে,
একপর্যায়ে মা বলেন,
“হে আল্লাহ! কেন আমার ফুলের মত কোমল শিশুর প্রাণ নিলেন?
খোদার লীলা বোঝার ক্ষমতা কারো কি আছে?
হয়তো কোনও কল্যাণ আছে নিহিত এর পিছে!
লোকে বলে, “যা কিছু হয়, ভালোর জন্যই হয়”,
এতে বিশ্বাস থাকা বাঞ্ছনীয় নিশ্চয়।
যে শিশুর আগমন উপলক্ষে ছিল খুশী সকলে,
তার আগমন এভাবে হবে কেউ ভাবেনি কোনও কালে,
চারিদিকে আজ কষ্ট, চারিদিকে আজ ক্রন্দন ধ্বনি,
মায়ের বুক যেন যাচ্ছে ফেটে, চোখে দুঃখের পানি।
যে শিশুকে ঘিরে শত আশার জাল হয়েছিল বোনা,
যে শিশুকে ঘিরে অনেক স্বপ্নে ছিল ভরা হৃদয়ের প্রতিটি সীমানা,
সবই কাঁচের মত গেল ভেঙে মুহূর্তেই,
পেয়ে হারানোর ব্যাথা কি পারবে ভুলতে মা এত সহজেই?