চাঁদে আছে এক বুড়ি,
যে গম্ভীর ভারি!
রাত দিন করে সেলাই শুধু,
যেন এক গাঁয়ের বধূ!
কখনও চাঁদ বুড়ি,
করে না ঘোরাঘুরি,
রয় বসে মূর্তির মত,
করে সেলাই অনবরত।
খোকা ভাবে ইস! যদি বুড়ির সাথে কথা হত!
তবে কত গল্প শুনতে পারতো!