আকাশে আজ হয়েছে জড়ো ঘন মেঘের দল,
মেঘ আজ আনন্দে নাচে, মেঘ বাজাবে ঢোল,
বাজাতে ঢোল নেই ঢোলের দরকার কোনও আজি,
মেঘের সাথে মেঘের ঘর্ষণে উঠবে ঢোলের বাদ্যি বাজি!
হবে বর্ষণ, নাচবে বাতাস, নাচবে গাছ,
করবে মোদের মন আনচান, খেই হারাবে নদীর মাছ!
সাগর উঠবে জেগে ঘুম হতে,
পাহাড়ও সায় দেবে তাতে!
মেঘের ঢোল বাজানো একেবারে বন্ধ হলে,
খোকা ঘুমাবে শান্তিতে তার মায়ের কোলে।