লক্ষ্মী সোনা, চাঁদের কণা,
পড়া কেন শিখো না?
পড়ব পড়ব বলে খোকা,
মাকে শুধু দেয় ধোঁকা!
টিকটিকির লেজের মত,
দেয় লাফ এদিক ওদিক অবিরত!
যেই না মা গিয়ে ধরে,
‘সরি’ বলে দেয় দৌড় সজোরে।
পিছু ছুটে ছুটে মা হন হয়রান!
তবু মারেন না তাকে কভু, খোকা যে তার জান!