বসন্ত বাতাস তার বুকের ভেতরে,
যায় নিয়ে বয়ে ফুলের সুবাস যতন করে,
আমি ভাবি তোমার কথা আর মুগ্ধ হই,
তোমার নিঃশ্বাসে যে আমি সেই সুবাস পাই!
যদি কখনও করতে পারতাম,
বসন্তের সকল ফুল এনে জড়ো করতাম,
তোমার আলতা রাঙা পায়ের উপর,
এক সুন্দরের উপর পেত শোভা আরেক সুন্দর!
তোমার হাসির তুলনা মেলে,
লাল গোলাপের হাসি দেখলে,
তোমার দুধের সরের মত গায়ের রঙে,
চন্দ্র সূর্যের আলো করে খেলা নিজ ঢঙে!
তুমি রবীন্দ্র সংগীতের জাদুময়তা!
তুমি সমুদ্রের চির বিশালতা,
তুমি নজরুলের যুগান্তরী গান,
তুমি বাঁশির মূর্ছনা, সেতারের মায়াবী তান।
তোমার স্পর্শে নিষ্প্রাণ পদ্ম যেন ফিরে পায় প্রাণ,
দেখলে তোমায় কোকিলের কণ্ঠে আসে ফিরে গান,
তুমি আফ্রোদিতি, তুমি ক্লিওপেট্রা, তুমি চিরসবুজ অরোরা,
আমার সহজ কথা- বাঁচব না কভু তোমায় ছাড়া!