সে শুধুই আকডুম বাকডুম কথা বলে!
তেলে বেগুনে উঠে জ্বলে,
কেউ কভু করলে মানা,
কারো কথা সে শোনে না!
করে যখন ইচ্ছে যা,
যেন সে এক মস্ত রাজা!
কিছু চ্যালা ঘুরে অবিরত,
আশেপাশে তার লাটিমের মত!
অন্যরা চলে এড়িয়ে তাকে,
কখন কি বলে বসবে কাকে!