কবে...?

কবে যে পাবো সেই ফলের দেখা?


বসে ভাবি নিরালায় একা,


লোকে শুধু বলে,


সবুরে নাকি মেওয়া ফলে!


 

সবুর করতে জানি আমি,


কেউ জানুক আর না জানুক, জানে অন্তর্যামী,


তবু কখনও খেই হারায় মন,


বিষণ্ণতা এসে ভূতের মত করে ভর যখন!


 

জীবন পুষ্পশয্যা নয়,


জানে তা আমার হৃদয়,


হাতের পাঁচ আঙুল সমান নয় যেমন,


নানা মতের মানুষ এ ধরায় তেমন।


 

তবুও আবার ভাবি, কবে যে সবার চিন্তা চেতনা এক হবে?


কবে হিংসা বিদ্বেষ চোরের মত এ পৃথিবী ছেড়ে পালাবে?


থাকবে না ভেদাভেদ মানুষে মানুষে, জাতিতে জাতিতে,


যাবে ভরে পৃথিবী নয় সন্ত্রাসে, মঙ্গলে, শান্তিতে।


 

অন্যায় হয়েছে ন্যায় এখন, নেই মাথা ব্যথা কারো!


দুর্নীতির রাজত্ব আজ, অযোগ্যদের পোয়াবারো,


আমি আছি সেই দিনের অপেক্ষায়,


যে দিন পৃথিবী যাবে ভরে ন্যায়ের মহিমায়, ভালোবাসায়!

View kingofwords's Full Portfolio
tags: