কত দিন গেল কেটে!
জীবন তরীর ঘাটে,
নৌকা কি আজীবন বাধা থাকে?
চড়াই উতরাই আছে বলেই ‘জীবন’ বলে তাকে!
অনেক দিন হয় তাকে দেখিনি,
যেন অনন্তকাল গিয়েছে আমায় পেছনে ফেলে, বুঝিনি!
বুঝিনি কখন এত রাত গিয়ে পড়ল ভোরে,
বুঝিনি কখন ময়না পালালো আমার মনের ঘর ছেড়ে!
কদাচিৎ যখন হয় কথা বিজ্ঞানের কল্যাণে,
যান্ত্রিক, সুদৃশ্য মুঠোফোনে,
যাকে বলার জন্য কভু শব্দের অভাব করিনি অনুভব,
তাকেই আজ কি বলব ভেবে পাই না, লাগে আজব!
তবে আমি কোনও ডাইনীর মত অভিশাপ দেব না,
অভিশাপ কিভাবে দেয় তাও জানি না!
তার ভালো হলেই আমার ভালো,
আর যাই হোক, একদা ছিল সেই মোর ঘরের আলো!
জীবন একটা রেলগাড়ি,
সেই জীবনের ছিলাম মোরা একই বগীর যাত্রী,
কার দুর্ভাগ্য যাব না সেই হিসেব নিতে,
থাকুক যেথায় সে, কাটুক জীবন আনন্দে, শান্তিতে!