গানের অন্তরে!

যখন ক্লান্তি নাছোড়বান্দা প্রেতাত্মার মত,


করে এসে ভর মনের আকাশে তখন অন্তত,


গানের রঙিন জগতে দিও ভাসিয়ে নাজুক মনটা তোমার,


দেখবে জাদুর মত চোখের নিমেষেই ক্লান্তি ভাব হবে পগারপার!


 

গানের নেশায় বুঁদ হলে,


বিষণ্ণতার কালো মেঘ যায় চলে,


রবীন্দ্রনাথ, নজরুলসহ আরও অনেকে,


করেছিলেন ছায়ার মত সঙ্গী গানকে।


 

গান একটি জাতির প্রতীক,


গান একটি সংস্কৃতির প্রতীক,


পতাকায় যেমন দেশ চেনা যায়,


ঠিক তেমনি গানে সংস্কৃতি ও ঐতিহ্য চেনা যায়।


 

যিনি গান সব সুনাম কি শুধুই তাঁর?


রয় পাশাপাশি অমর হয়ে গীতিকার,


সভ্যতার পরিবর্তন ও উন্নয়নের সাথে সাথে,


গানও সময়ে সময়ে পরিবর্তনে মাতে।


 

গান নিয়ে অশ্লীলতা মোটেও কাম্য নয়,


হোক গান ভরপুর সুন্দর সুর আর সুন্দর কথায়,    


বইয়ের মতই যোগায় মনের খোরাক গান,


গান হোক বন্ধু তোমার আমার, হোক গান প্রাণের প্রাণ!

View kingofwords's Full Portfolio
tags: