সখী তোর লাইগা রে,
অন্তর আমার কেমন জানি করে!
রাইতে আমার ঘুম আসে না,
কোনও কামে মন তো বয় না,
কি জাদু করিলা তুমি আমারে,
অন্তর আমার কেমন জানি করে!
লাগে না ক্ষিধা একটুও,
তুমি এত পাষাণ কেন ওগো?
চায় মন দেখতে তোমারে পরাণ ভইরা,
না পাইলে তোমারে সখী যামু আমি মইরা,
একটু ভালোবাসা দাও না আমারে!
অন্তর আমার কেমন জানি করে!
আসমানের সব তারা আনমু পাইরা,
তোমার পায়ের তলায় জ্বলবো তারা,
চান্দের আলোয় দেখুম তোমার মুখ,
রাখুম তোমারে রানীর মত, দিমু রাইজ্জের সুখ,
যাইও না কন্যা ছাইড়া আমারে,
অন্তর আমার কেমন জানি করে!