যত্ন

সে অনেক যত্ন করে আমার,


একজন মা যেমন রাখে খেয়াল তার শিশুটার,


ঠিক তেমনই চোখে চোখে রাখে সে আমায়,


আমাকে চোখের আড়াল করতে কভু সে না চায়।


 

খোঁজ নেয় ক্ষণে ক্ষণে,


যান্ত্রিক স্পর্শফোনে,


আমি খেয়েছি কিনা সময়মত,


তরকারি কম হয় নি তো?


 

সে আমায় এত ভালোবাসে!


ভাবি একলা ধ্যানমগ্ন সাধুর মত বসে,


এত আবেগপূর্ণ মেয়ে, এত দয়াময়ী!


দেখিনি কভু আমি, ধন্য ভাবি নিজেকে তাই।


 

সে নিঃস্বার্থ ভালোবাসার আরেক নাম,


নিজের স্বার্থের নেই কোনও দাম,


অন্যের উপকারে পায় স্বর্গীয় প্রশান্তি,


উদারতার মহাসাগর সে, নেই কোনও কমতি।


 

আমি তাকে ভালোবাসি,


তার শিশুর মত সরলতা আমায় টানে বেশী,


একদিন না দেখলে তাকে,


মনে হয় নরক এসে দিচ্ছে দাওয়াত যেন আমাকে!

View kingofwords's Full Portfolio
tags: