পারবো কি হতে বিখ্যাত,
শেইক্সপিয়ারের মত?
সার্থক মনে হবে কোনও একজন পাঠকের হৃদয়,
করতে পারলে জয়।
একজন মা তার সন্তানের জন্য,
সোয়েটার বুনে হোন যেমন ধন্য,
আমিও তেমন কথার মালা যাই বুনে,
মানবতার তরে, ক্ষণে ক্ষণে।
কেউ হয়তো বলবে ‘অসাধারণ’,
কেউ বা বলবে ‘অতি সাধারণ’,
কেউ হয়তো অটোগ্রাফের জন্য নেবে পিছু!
কেউ বা চিনেও চিনবে না, নেই করার কিছু!
তবুও আমি লিখেই যাব,
যতদিন এ স্বপ্নপুরীতে রব,
যতদিন গাছের পাতার মত নাচবে প্রাণ,
ততদিন যাবো গেয়ে গান!
লিখবো, লিখবো এবং লিখবো,
বিনিময়ে সকলের ভালোবাসা ফুলের মত কুড়িয়ে নেবো,
সহস্র বছর পরে রাখে যদি কেউ মনে, কাঁদে যদি কোনও পাঠকবন্ধু!
তবে হাসবো আমি ওপার হতে, থাকবে চোখে সুখের অশ্রুবিন্দু!