ভবিষ্যতের পথে...

ভবিষ্যতের পথে,


চলেছি মোরা ধীর গতিতে,


শিশুর মত হাঁটি হাঁটি পা পা করে,


নিয়ে অনেক স্বপ্নের রঙিন পাখী হৃদয় মাঝারে।


 

কে দেখেছে ভবিষ্যৎ?


কে দেখেছে সকল জগত?


ক্ষুদ্র জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তগুলো,


যেন রাতের আঁধারে জোনাকির আলো!


 

সেই আলোয় হয়ে উদ্ভাসিত,


হয় মানব প্রাণ ক্রমে বিকশিত,


বর্তমানের চূড়া ছুঁয়েছে যে বেশী যত,


অমরত্বের দুর্লভ স্বাদ পেয়েছে সে বেশী তত।


 

এসো জীবনের গান গাই,


এসো মানবতার গান গাই,


এসো মানুষের ভালোবাসা নেই কুড়িয়ে,


এসো ভালোবাসা দেই বিলিয়ে।


 

মানবতার তরে বিলিয়েছে যে নিজেরে,


হয়েছে ঠাই তার সকলের অন্তরে, চিরতরে,


মৃত্যুও হার মানতে বাধ্য হয় তার কাছে,


মৃত্যু দেহকে দেয় মুছে, তার নাম মুছার সাধ্য কি আছে?

View kingofwords's Full Portfolio