করেছিলাম বিশ্বাস তারে,
নিজ সত্ত্বার চেয়েও বেশী করে,
মুহূর্তেই কাঁচের মত ভেঙে হল চুরমার,
বিশ্বাসের সাজানো জগত আমার।
এখন শুধু মনে হয়,
আমার যোগ্য সে নয়,
প্রতারণার আরেক নাম সে,
মুখে হাসি, অন্তর পূর্ণ বিষে!
আমার ভালোবাসার বিনিময়ে,
গিয়েছে শুধুই ধোঁকা দিয়ে,
ভেবেছিলাম সেই রবে জীবনে,
শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত, প্রতি ক্ষণে।
আমার আশায় গুড়েবালি,
আমার ভালোবাসা দিয়ে জলাঞ্জলি,
যাচ্ছে চলে তীর ছেড়ে যাওয়া জাহাজের মত,
দূর থেকে দূরে অবিরত।
ভাবতে কষ্ট হয়,
সত্যিকারের ভালোবাসার একি পরিণয়!
কষ্ট পারবে না করতে নষ্ট আমায়,
“সান্স এন্ড লাভারস” এর ডি.এইচ. লরেন্সের মত যাব আলোর দিশায়!