ভয়ের থাবা মুচড়ে ফেলে,
চল মিছিলে, চল মিছিলে!
রুখবো অন্যায় দলে দলে।
চল মিছিলে, চল মিছিলে!
দশের লাঠি একের বোঝা,
বোকা বানানো আর নয় সোজা,
অন্যায়ের টুটি চেপে ধরে,
হও আগুয়ান সাহস করে,
আতংকে যেন মন না টলে,
চল মিছিলে, চল মিছিলে!
নব ভোর আজ দিয়েছে ডাক,
অত্যাচারী নিপাত যাক,
বাধার পাহাড় গুড়িয়ে দিয়ে,
আনব সবে বিজয় ছিনিয়ে,
জয় নিশ্চিত এ মন বলে,
চল মিছিলে, চল মিছিলে!