কি লাভ আমায় অবজ্ঞা করে?
যাও কেন এত দূরে সরে?
তোমায় ভালোবাসা যদি অপরাধ হয়,
অপরাধী আমি নিশ্চয়!
কি লাভ এই অর্থহীন অভিমানে?
কি লাভ এই ক্রোধের অগ্নিগিরি বিনা কারণে?
ময়লা যেমন করে হয় ছোড়া আস্তাকুরে,
পারো না কি ঝেড়ে ফেলতে তোমার রাগ তেমন করে।
তোমার থাকাতে আমার পরিপূর্ণতা যেমন,
তোমার না থাকায় যেন আমার মরণ!