যখন সে হাসে

যখন সে হাসে,


স্বর্গের সুবাতাস যেন ধরায় নেমে আসে!


যেন মনের সকল ক্লান্তি নেয় ছুটি চিরতরে,


যেন আমি পাই খুঁজে নিজেকে নতুন করে!


 

যখন সে হাসে,


মন মোর মেঘ হয়ে আকাশে ভাসে,


যেন কেউ একজন কাছে এসে,


কোনও সুখবর বলছে কাছে বসে।


 

যখন সে হাসে,


মন আমার চায় খেতে চুমু তাকে ভালোবেসে,


মনে হয় পৃথিবীর সমস্ত সুন্দর হাসির ছটা,


যেন দিয়েছে রক্তজবার মত রাঙ্গিয়ে তার মুখটা।


 

যখন সে হাসে,


ভাবি, যায় পাওয়া সুখ অন্য কিসে?


হাসিতে তার মুক্তো ঝরে,


দেখি তা শিল্পীর মত হৃদয় ভরে!


 

 যখন সে হাসে,


তখন তার কানের কাছে এসে,


বলতে ইচ্ছে হয় বার বার,


ভালোবাসি তোমায়, তুমি আমার!

View kingofwords's Full Portfolio